১ জুলাই থেকে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা
প্রকাশিত: জুন ০৩, ২০২৫, ০২:৪৮ দুপুর

ছবি: সংগৃহিত
সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। আগামী ১ জুলাই ২০২৫ থেকে সরকারি-বেসামরিক, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ বাহিনীতে কর্মরতদের জন্য বিশেষ আর্থিক সুবিধা চালু করছে সরকার। এ সুবিধার আওতায় চাকরিজীবীরা পাবেন ন্যূনতম ১,০০০ টাকা এবং পেনশনভোগীরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা।
এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি ৩ জুন (মঙ্গলবার) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা।
কী বলা হয়েছে প্রজ্ঞাপনে?
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারা অনুযায়ী জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী—
? বেতন গ্রেডভেদে এ বিশেষ সুবিধা দেওয়া হবে:
গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত: মূল বেতনের ১০% হারে
গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত: মূল বেতনের ১৫% হারে
তবে কোনো অবস্থাতেই এটি ১,০০০ টাকার কম হবে না।
? পেনশনভোগীদের জন্য একইভাবে গ্রেড অনুসারে:
পেনশনের বিদ্যমান অংশের ওপর উল্লিখিত হারে হিসাব করে ন্যূনতম ৫০০ টাকা প্রদান করা হবে।
কারা এই সুবিধা পাবেন?
✅ জাতীয় বেতনস্কেলের আওতায় থাকা সরকারি-বেসামরিক, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বিজিবি এবং পুলিশ বাহিনীতে কর্মরতরা।
✅ পিআরএলে (অবসর-উত্তর ছুটি) থাকা কর্মীরা, যাঁরা পূর্বে প্রাপ্ত বেতনের ভিত্তিতে সুবিধা পাবেন।
✅ পেনশন পুনঃস্থাপনকৃত ও চলমান পেনশনপ্রাপ্ত ব্যক্তিরা।
✅ চুক্তিভিত্তিক নিয়োজিত হলেও পূর্ববর্তী মূল বেতনের ভিত্তিতে অথবা চলমান পেনশনের যেকোনো একটির ওপর ভিত্তি করে সুবিধা পাবেন।
✅ সাময়িক বরখাস্ত থাকা কর্মীরা তাদের বরখাস্ত হওয়ার আগে পাওয়া মূল বেতনের ৫০% এর ওপর হারে সুবিধা পাবেন।
কারা পাবেন না?
❌ যেসব অবসরপ্রাপ্ত কর্মচারীরা শতভাগ গ্রস পেনশন এককালীন গ্রহণ করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি।
❌ বিনা বেতনে ছুটিতে (Leave Without Pay) থাকা কর্মচারীরা।
অর্থায়ন কোথা থেকে হবে?
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের রাজস্ব বাজেট থেকে পরিচালিত প্রতিষ্ঠানের বাইরে যেসব স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, তাদের নিজস্ব বাজেট থেকেই এ ব্যয় বহন করতে হবে।
একই সঙ্গে অর্থ বিভাগের পূর্বের আদেশ (নং ০৭.০০.০০০০.১৬১.৯৯.০১০.২৩-১৩২; তারিখ: ১৮/০৭/২০২৩) বাতিল বলে গণ্য হবে।
এই নির্দেশনা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে এবং জনস্বার্থে জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
বাংলাধারা/এসআর