জুনের ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ২২ হাজার ৭০০ কোটি টাকা
প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০৭:৫৬ বিকাল

ফাইল ছবি
চলতি জুন মাসের প্রথম ১৮ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। যা টাকার অঙ্কে প্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব)। প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৩ লাখ ডলারেরও বেশি রেমিট্যান্স এসেছে এই সময়ে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত (জুলাই থেকে ১৮ জুন পর্যন্ত) দেশে মোট রেমিট্যান্স এসেছে ২৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় তা ২৭ দশমিক ৩ শতাংশ বেশি। গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ০৬ বিলিয়ন ডলার।
রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বগতি সাম্প্রতিক মাসগুলোতেও স্পষ্টভাবে দেখা গেছে। বিশেষ করে মার্চ ও মে মাসে নজরকাড়া রেমিট্যান্স এসেছে। ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২৫ সালের মার্চ মাসে—৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। এরপরই রয়েছে মে মাস, যেখানে এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ।
চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের চিত্র নিম্নরূপ—
- জুলাই: ১.৯১ বিলিয়ন ডলার
- অগাস্ট: ২.২২ বিলিয়ন ডলার
- সেপ্টেম্বর: ২.৪০ বিলিয়ন ডলার
- অক্টোবর: ২.৩৯ বিলিয়ন ডলার
- নভেম্বর: ২.২০ বিলিয়ন ডলার
- ডিসেম্বর: ২.৬৪ বিলিয়ন ডলার
- জানুয়ারি: ২.১৯ বিলিয়ন ডলার
- ফেব্রুয়ারি: ২.৫৩ বিলিয়ন ডলার
- মার্চ: ৩.২৯ বিলিয়ন ডলার (সর্বোচ্চ)
- এপ্রিল: ২.৭৫ বিলিয়ন ডলার
- মে: ২.৯৭ বিলিয়ন ডলার (দ্বিতীয় সর্বোচ্চ)
বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং চ্যানেলের ব্যবহার বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে নজরদারি এবং সরকারি প্রণোদনার ধারাবাহিকতা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলছে। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও কিছুটা স্বস্তি ফিরেছে।
চলমান ধারা অব্যাহত থাকলে ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স আয়ে নতুন রেকর্ড গড়তে পারে বাংলাদেশ।
বাংলাধারা/এসআর