ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপিসহ ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির

নিউজ ডেস্ক

 প্রকাশিত: মে ০৭, ২০২৫, ০১:০৪ দুপুর  

ছবি: সংগৃহিত


রাজধানীর কল্যাণপুরে আলোচিত 'জাহাজবাড়ি অভিযান'-এ নয় তরুণকে জঙ্গি সন্দেহে গুলি করে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ তিন সাবেক পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (৭ মে) সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাদেরকে ট্রাইব্যুনালে তোলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আজ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, গত ৬ মার্চ ট্রাইব্যুনাল এ কে এম শহীদুল হকসহ তিনজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার অন্য দুই আসামি হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।

ঘটনার পটভূমি অনুযায়ী, ২০১৬ সালের জুলাই মাসে রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি বাসায় 'জঙ্গি আস্তানা' আছে এমন সন্দেহে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে রাতভর চলা 'অপারেশন স্টর্ম ২৬'-এ নয়জন তরুণকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই তরুণদের বেশ কয়েকজন নিখোঁজ ছিল এবং ঘটনাটি ছিল 'একটি সাজানো বন্দুকযুদ্ধ'।

নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং নতুন তথ্য-প্রমাণের ভিত্তিতে এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়, যা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।

মানবাধিকারকর্মীরা বলছেন, এ মামলার শুনানি শুধু অভিযুক্তদের বিচারের প্রশ্ন নয়, বরং এটি বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটি নজির স্থাপন করতে পারে।

আসামিপক্ষের আইনজীবীরা অবশ্য দাবি করছেন, অভিযানের সময় তারা দায়িত্বপালন করেছেন এবং অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, শুনানি শেষে আজ তাদের জামিন আবেদন ও মামলার পরবর্তী কার্যক্রম নিয়ে আদেশ দিতে পারে আদালত।


বাংলাধারা/এসআর