ভিসা আবেদন কাল দুপুরের মধ্যেই না করলে হজযাত্রা অনিশ্চিত
প্রকাশিত: মে ০৪, ২০২৫, ০৪:২৭ দুপুর

ফাইল ছবি
হজে যেতে আগ্রহী যাত্রীদের জন্য সময় এখন ঘনিয়ে এসেছে। পবিত্র হজ পালনে ইচ্ছুকদের আগামীকাল সোমবার (৫ মে) দুপুর ১২টার মধ্যে ভিসার আবেদন সম্পন্ন না করলে এবছর আর হজে যাওয়ার সুযোগ থাকবে না। ধর্ম মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে ভিসার আবেদন আর কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এতে চূড়ান্তভাবে হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়বে।
শনিবার (৩ মে) দুপুরে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পাঠানো এক ক্ষুদেবার্তার (SMS) উদ্ধৃতি দিয়ে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, যেসব হজযাত্রীর পাসপোর্ট, বায়োমেট্রিক তথ্য, আবাসন (হোটেল/বাড়ি) এবং ফ্লাইট সংক্রান্ত তথ্য আপলোড করে ভিসার আবেদন এখনো দাখিল করা হয়নি, তাদের আবেদনের সময়সীমা ৫ মে দুপুর ১২টার মধ্যেই শেষ হয়ে যাবে।
ধর্ম মন্ত্রণালয় থেকে লিড (সমন্বয়কারী) এজেন্সিগুলোর কাছে পাঠানো চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, সময়মতো আবেদন না করা হলে হজে যাওয়ার সুযোগ হারাবেন সংশ্লিষ্ট যাত্রীরা। ইতিমধ্যে ১০ হাজারের বেশি হজযাত্রীর ভিসা আবেদনের কাজ এখনো বাকি রয়েছে, যা পরিস্থিতির জটিলতা বাড়িয়ে তুলছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ভিসার আবেদন দাখিলে এজেন্সিগুলোর অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজযাত্রী হজে যেতে না পারলে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ ও ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’-এর আওতায় সংশ্লিষ্ট লিড এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ধর্ম মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, এ ধরনের অবহেলা ধর্মপ্রাণ মানুষদের আবেগের সাথে খেলা করার শামিল, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে এবং চলবে ৩১ মে পর্যন্ত।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন রয়েছেন।
ধর্ম মন্ত্রণালয় মনে করছে, সময়মতো পদক্ষেপ না নিলে হজযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
যারা এখনো আবেদন সম্পন্ন করেননি, তাদের জন্য শেষ মুহূর্তের তাগিদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়। ভিসার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে 'নুসুক মাসার' অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এরপরই প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হবে।
অতএব, হজে যেতে হলে আর এক মুহূর্তও দেরি নয়। ৫ মে দুপুর ১২টার আগেই প্রয়োজনীয় সব তথ্যসহ ভিসার আবেদন সম্পন্ন করতেই হবে। না হলে এবছরের মতো পবিত্র হজ পালনের স্বপ্ন হাতছাড়া হতে বাধ্য।
বাংলাধারা/এসআর