জাপানের কাছে সহজ শর্তে ঋণ ও বাজেট সহায়তা চাইল বাংলাদেশ
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১১:২৯ রাত

ফাইল ছবি
বাংলাদেশ সরকার জাপানের কাছে আরও সহজ শর্তে ঋণ, বাজেট সহায়তা এবং ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে। টোকিওতে বৃহস্পতিবার অনুষ্ঠিত ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এই দাবি তোলে বাংলাদেশের প্রতিনিধিদল।
বৈঠকে অংশ নেয় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তারা। আলোচনার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা অব্যাহত রাখার লক্ষ্যে জাপানের কাছ থেকে আরও অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ওডিএ) ঋণ এবং বাজেট সহায়তা চাওয়া হয়েছে। সেই সঙ্গে আগের নেওয়া ঋণ পরিশোধের সময়সীমা দীর্ঘায়িত করারও আহ্বান জানানো হয়।
বৈঠকে জাপান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও তার নেওয়া সংস্কার উদ্যোগগুলোকে ‘জোরালো সমর্থন’ দিয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপান বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে সহায়তা অব্যাহত রাখবে এবং রাজনৈতিক আস্থা জোরদারে দুই দেশ একসঙ্গে কাজ করবে। উন্নয়ন কৌশল অগ্রাধিকার দিয়ে "কৌশলগত অংশীদারত্ব" বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে উভয় দেশ।
বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পরও শুল্কমুক্ত ও কোটামুক্ত পণ্যের প্রবেশাধিকার বজায় রাখার অনুরোধ ইতিবাচকভাবে গ্রহণ করেছে জাপান। সেই সঙ্গে বাংলাদেশের ফলমূল ও সবজির জাপানি বাজারে প্রবেশের পথ সহজ করতে একযোগে কাজ করার আশ্বাস দিয়েছে দেশটি।
রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে এ বৈঠকে। জাপান বলেছে, রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে তারা বাংলাদেশকে সহায়তা করে যাবে।
অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়ে দুই দেশ সন্তোষ প্রকাশ করেছে। চলতি বছরের মধ্যেই এই চুক্তি স্বাক্ষরের বিষয়ে আশাবাদ প্রকাশ করা হয়।
জাপান বৈঠকে জানিয়েছে, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভস (বিগ-বি) উদ্যোগের আওতায় তারা বাংলাদেশের জন্য উচ্চমানের অবকাঠামো গড়ে তুলতে আরও সক্রিয়ভাবে কাজ করবে। পাশাপাশি জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ, কারখানা স্থাপন ও সরবরাহ চেইন স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয়।
সংক্ষিপ্ত চিত্র:
- আরও ওডিএ ঋণ ও বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ
- ঋণ পরিশোধে সময়সীমা বাড়ানোর অনুরোধ
- শুল্কমুক্ত প্রবেশাধিকার, ফল-সবজি রপ্তানি, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে যৌথ উদ্যোগ
- ইপিএ স্বাক্ষরের লক্ষ্যে আশাবাদ
- বিগ-বি আওতায় অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগে জোর
- প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে আলোচনা
এই আলোচনার মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে বলেই আশা করা হচ্ছে।
বাংলাধারা/এসআর