মেসির একের পর এক সুযোগ নষ্ট, ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে জয়বঞ্চিত মায়ামি
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১১:৩৯ দুপুর

ছবি: সংগৃহিত
গোলের বন্যা বইলেও জয় অধরাই রয়ে গেল ইন্টার মায়ামির জন্য। মেজর লিগ সকারের (এমএলএস) উত্তেজনাপূর্ণ এক ম্যাচে সান জোসে আর্থকোয়াকসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল। ম্যাচজুড়ে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা হলেও বারবার লক্ষ্যভেদে ব্যর্থ হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি।
প্রথম মিনিটেই ম্যাচের নাটকীয়তা শুরু হয়। মায়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিয়ানো ফ্যালকন জর্দি আলবার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন। তবে লিড বেশিক্ষণ থাকেনি। তৃতীয় মিনিটেই সান জোসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আরাঙ্গো ম্যাচে সমতা ফেরান।
এরপরই শুরু হয় দুই দলের টান টান লড়াই। ১৮ মিনিটে আলবার দুর্দান্ত এক পাস পেয়ে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি, কিন্তু লক্ষ্যভেদে ব্যর্থ হন। এরপর ৩১ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন সান জোসের মূল ফরোয়ার্ড আরাঙ্গো। তার জায়গায় নামেন আমাল পেলেগ্রিনো। বদলি নামা খেলোয়াড়দের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা যায় এবং তার ফল আসে ৩৭ মিনিটে- সান জোসকে ২-১ গোলে এগিয়ে দেন মিডফিল্ডার বিউ লিউরক্স।
চার মিনিট পর ফের সুযোগ পান মেসি, এবারও ব্যর্থ। তবে ৪৪ মিনিটে ইন্টার মায়ামিকে সমতায় ফেরান তাদিও আলেন্দে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে যায় সান জোসে। মিডফিল্ডার ইয়ান হার্কস গোল করে প্রথমার্ধের ফল করেন ৩-২।
প্রথমার্ধে একাধিকবার গোলের সামনে দাঁড়িয়ে লক্ষ্যভেদে ব্যর্থ মেসি দ্বিতীয়ার্ধেও ভাগ্যকে বদলাতে পারেননি। অতিরিক্ত সময়ে তার বাঁ পায়ের ফ্রি কিকও গোলরক্ষক দানিয়েল ঠেকিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই প্রভাব ফেলেন মায়ামির মিডফিল্ডার ব্যালতেসার রদ্রিগেজ। ৫২ মিনিটে তার পাস থেকেই দ্বিতীয় গোলটি করেন আলেন্দে, যা ম্যাচে সমতা ফেরায়- ৩-৩। এরপর আরও কিছু পরিবর্তন আনলেও, বিশেষ করে অ্যালেন ওবান্দোকে নামিয়ে আক্রমণে ধার বাড়ানোর চেষ্টা করলেও গোলের মুখ খোলেনি কোনো দলই।
শেষ মুহূর্তেও একবার জয়ের খুব কাছাকাছি গিয়েছিল মায়ামি। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে মেসি একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে যান, কিন্তু সান জোসের গোলরক্ষক দানিয়েল আবারও বাধা হয়ে দাঁড়ান।
শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্রতেই শেষ হয় ম্যাচটি। এই ড্রয়ে ইন্টার মায়ামির অবস্থান এখন ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ। ১২ ম্যাচে ৬ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট।
শীর্ষে থাকা সিনসিনাটির পয়েন্ট ২৮ (১৩ ম্যাচে), আর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা ফিলাডেলফিয়া ও কলম্বাসের রয়েছে ২৬ পয়েন্ট করে। মায়ামির পরবর্তী লক্ষ্য এখন জয়হীন ধারা কাটিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠা।
মেসি-মায়ামির জন্য বার্তা স্পষ্ট- সুযোগ পেলেই কাজে লাগাতে হবে, নয়তো পয়েন্ট হারিয়ে যেতে থাকবে প্রতিপক্ষের রক্ষণে।
বাংলাধারা/এসআর