ভারত-পাক উত্তেজনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
প্রকাশিত: মে ০৯, ২০২৫, ০২:২১ দুপুর

ফাইল ছবি
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন সময়েই ঘটে যায় নাটকীয় এক ঘটনা। ম্যাচের মাঝপথে হঠাৎ ফ্লাডলাইট নিভে যাওয়ায় খেলা বন্ধ হয়ে যায়, পরে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপরই গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠকে চূড়ান্ত হয় বড় সিদ্ধান্ত- আইপিএল আপাতত বন্ধ।
পিটিআইয়ের খবরে জানা যায়, ম্যাচ চলার সময় জম্মুতে পাকিস্তানের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে বলে দাবি করে ভারতীয় গণমাধ্যম। সেই ঘটনার পরপরই নিরাপত্তা সতর্কতায় উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার প্রভাব পড়ে ধর্মশালা স্টেডিয়ামেও। ম্যাচটি স্থগিত থাকলেও পয়েন্ট ভাগাভাগি হয়নি এখনো।
আইপিএলের এই স্থগিতাদেশ কেবল এই মৌসুমেই নয়, পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। কারণ, এখনো লিগ পর্বে ১২টি ম্যাচ এবং প্লে-অফের চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে।
আইপিএলের সিইও অরুণ ধুমাল পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, আমরা প্রতিটি মুহূর্তের পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছি। এখনো সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি, তবে পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
ভারতের ক্রিকেট ইতিহাসে জাতীয় নির্বাচন বা কোভিড-১৯ মহামারির মতো জটিল সময়েও আইপিএল বন্ধ হয়নি। সে সময় টুর্নামেন্ট অন্য দেশে স্থানান্তর করে হলেও চালিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু এবার নিরাপত্তা ঝুঁকির বিষয়টি এতটাই বড় আকার নিয়েছে যে আয়োজনই স্থগিত করতে বাধ্য হয়েছে আয়োজকরা।
বিসিসিআইয়ের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। এই পরিস্থিতিতে খেলোয়াড়, দর্শক ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তাই আমাদের কাছে অগ্রাধিকার।”
এদিকে একই সময়ে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়েও এসেছে নতুন খবর। পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকির কারণে পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।
যদিও আইপিএল আবার কখন শুরু হবে তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি, তবে ক্রিকেটবিশ্ব অপেক্ষা করছে পরিস্থিতির উন্নতির। লাখো দর্শকের হৃদয়ে ঝড় তোলা এই টুর্নামেন্ট আবার কবে মাঠে ফিরবে- সেই প্রশ্নই এখন সবার মুখে মুখে।
বাংলাধারা/এসআর