ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় গ্রেপ্তার ৩, উত্তাল ক্যাম্পাসে পদত্যাগ দাবি
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ১২:১১ দুপুর

ছবি: সংগৃহিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তাররা সবাই বহিরাগত এবং পেশায় ভাসমান হকার বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, গ্রেপ্তারকৃতরা হলেন-তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০)। তারা নিয়মিতভাবে মাদক সেবন করতো বলে পুলিশ দাবি করেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, “গ্রেপ্তার তিনজনই রাতে উদ্যান এলাকায় মাদক সেবন করত। ঘটনার সময় তারা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছিল এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে নিহতের বড় ভাই শফিকুল ইসলাম সৈকত শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে মাস্টার্সে পড়তেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়।
ঘটনার পরই রাত আড়াইটার দিকে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। তাঁরা দাবি তোলেন- ঘটনার দ্রুত বিচার, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বিক্ষোভ সমাবেশে বলেন, “আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই ভিসি ও প্রক্টরকে দ্রুত অপসারণ করতে হবে। নতুবা আমরা এই ইন্টেরিম সরকারকেই সরিয়ে দেওয়ার আন্দোলনে নামব।”
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “এই অন্তর্বর্তী সরকার কোনো বিশেষ গোষ্ঠীকে রক্ষা করার জন্য আসেনি। আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ থাকুক। হত্যার বিচার হোক। প্রশাসনের দায়িত্বশীলতা নিশ্চিত হোক।”
হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং নিরাপত্তা ঘাটতির অভিযোগে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
এদিকে, মাত্র ২৫ বছর বয়সে প্রাণ হারানো সাম্যের মৃত্যুতে ছাত্রদলের নেতাকর্মী ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন- “আর কত প্রাণ ঝরবে? শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত হবে কবে?”
বাংলাধারা/এসআর