ভিসা বন্ধে দায়ী আমরা নিজেরাই: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত: জুন ০৩, ২০২৫, ১০:৫৫ রাত

বিভিন্ন দেশের ভিসা বন্ধ হয়ে যাওয়ার জন্য দেশের সাধারণ মানুষ ও কিছু অসচেতন ব্যবসায়ীই দায়ী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমাদের আগে নিজের ঘর সামলাতে হবে। যেভাবে নিয়ম না মেনে বিদেশে যাওয়ার চেষ্টা হচ্ছে, তাতে আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সমস্যা তৈরি হচ্ছে।
তিনি বলেন, অনেকেই নিয়ম না মেনে বিদেশে গিয়ে ভিসার শর্ত লঙ্ঘন করছেন। এতে ওইসব দেশ বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করছে। এই অবস্থার পরিবর্তন আনতে হলে জনগণকেই সচেতন হতে হবে এবং আইন-কানুন মেনে চলতে হবে।
স্টুডেন্ট ভিসা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তৌহিদ হোসেন বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা প্রদানের বিষয়ে সরকারের কিছু করার নেই। এটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।"
এ সময় ভারত হয়ে পণ্য পরিবহন বা ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল আমাদের জন্য কোনো ক্ষতির কারণ হয়নি। বরং এটি আমাদের বিকল্প পথ তৈরির সুযোগ করে দিয়েছে। এক অর্থে এটি আমাদের জন্য শাপেবর হয়েছে।”
নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর আগ্রহ ও জিজ্ঞাসা প্রসঙ্গে তিনি বলেন, "বিদেশি বন্ধুরাষ্ট্ররা যখন নির্বাচন নিয়ে জানতে চান, তখন আমরা সরকার ঘোষিত সিদ্ধান্তের কথাই জানিয়ে দেই। পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের অবস্থানের সঙ্গেই একমত।"
তিনি আরও জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাধারা/এসআর