ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করলো ইসি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৪:২৪ দুপুর  

ছবি: সংগৃহিত

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের প্রাথমিক কার্যক্রম যুক্তরাষ্ট্রসহ নতুন আরও পাঁচটি দেশে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

হুমায়ুন কবীর বলেন, "পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্রসহ পাঁচটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর সম্মতি পাওয়ার পর আমরা প্রাথমিক কাজ শুরু করে দিয়েছি।" তিনি জানান, এই কার্যক্রমের জন্য প্রয়োজনীয় জনবল তৈরি ও প্রশিক্ষণের পাশাপাশি উপকরণ প্রস্তুত করার কাজ চলছে।

পূর্বে শুধু লস অ্যাঞ্জেলেসে অনুমতি থাকলেও, এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্ক-সহ যেখানে বাংলাদেশের মিশন অফিস রয়েছে, সেখানেই ভোটার নিবন্ধন কার্যক্রম চালানো যাবে বলে তিনি নিশ্চিত করেন। মহাপরিচালক উল্লেখ করেন, নিউইয়র্কের প্রবাসী বাঙালিদের মধ্যে ভোটার হওয়ার আগ্রহ সবচেয়ে বেশি, কারণ সেখানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করেন।

যুক্তরাষ্ট্র ছাড়াও ওমান, মালদ্বীপ, জর্ডান এবং দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ডিজি আরও জানান, এ পর্যন্ত নয়টি দেশ থেকে মোট ৪৮ হাজার ৮০ জন প্রবাসী ভোটারের আবেদন পেয়েছে ইসি। এর মধ্যে বিদেশে অবস্থিত মিশন অফিসগুলো ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করেছে এবং ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুলাই নির্বাচন কমিশন যুক্তরাষ্ট্রসহ এই পাঁচটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সম্মতি লাভ করে। এই উদ্যোগের ফলে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ আরও বাড়বে।

বাংলাধারা/এসআর