বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়া, নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৩:২৫ দুপুর

ফাইল ছবি
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার (১৮ মে) সকালে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় তাকে আটক করা হয়। পরে তাকে প্রাথমিকভাবে ভাটারা থানায় নেওয়া হয় এবং সেখান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে হস্তান্তর করা হচ্ছে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানিয়েছেন, “নুসরাত ফারিয়াকে এখনও কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, সেটিও যাচাই করা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার নাম আসামি হিসেবে রয়েছে। মামলাটি করেছেন এনামুল হক নামের এক আন্দোলনকারী।
মামলার এজাহারে বলা হয়েছে, ওই সময় আন্দোলন দমনে আওয়ামী লীগের অর্থায়নে সহায়তা করেছেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করা হয়। আসামিদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রিপরিষদের সদস্য এবং অন্যান্য রাজনৈতিক নেতা-কর্মীসহ মোট ২৮৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচয়ের আরও তিন থেকে চারশ’ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আন্দোলন চলাকালে নুসরাত ফারিয়া রাজনৈতিক পক্ষপাতিত্বের ভিত্তিতে অর্থ সহায়তা দিয়েছেন, যা সরাসরি সংঘাতকে উসকে দেয়। আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হন মামলার বাদী এনামুল হক। গুলি তার ডান পায়ে লাগলে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
নুসরাত ফারিয়ার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনায় চলচ্চিত্র অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় প্রাথমিক যাচাই-বাছাই শেষে নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হতে পারে অথবা ছেড়ে দেওয়া হতে পারে, বিষয়টি তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করছে।
এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত নুসরাত ফারিয়া ডিবি কার্যালয়ের পথে রয়েছেন। ঘটনাটি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা।
বাংলাধারা/এসআর