হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, এখন শেয়ার করা যাবে স্ট্যাটাস
প্রকাশিত: জুলাই ০৪, ২০২৫, ০৪:৩২ দুপুর

ছবি: সংগৃহিত
মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন শুধু চ্যাট বা ফাইল আদান-প্রদানের জায়গা নয়, হয়ে উঠেছে আমাদের জীবনের অংশ। বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা হোক কিংবা অফিসের জরুরি আলোচনা- সবই চলে হোয়াটসঅ্যাপে।
মেটার মালিকানাধীন এই জনপ্রিয় অ্যাপে নিয়মিতই আসছে নতুন নতুন ফিচার। এর মধ্যে ‘স্ট্যাটাস’ ফিচারটি বেশ জনপ্রিয়। ফেসবুক বা ইনস্টাগ্রামের মতোই হোয়াটসঅ্যাপেও অনেক দিন ধরে ছবি, ভিডিও বা টেক্সট শেয়ার করার সুযোগ রয়েছে স্ট্যাটাসে। পছন্দ হলে অন্যের স্ট্যাটাসে রিঅ্যাক্টও দেওয়া যায়।
তবে এবার ব্যবহারকারীদের জন্য আসছে আরও নতুন সুবিধা- স্ট্যাটাস শেয়ার করার ফিচার।
যেমন ধরুন, আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি ছবি, ভিডিও কিংবা প্রিয় কোনো গানের অংশ শেয়ার করেছেন। এতদিন সেটি শুধু আপনার কনট্যাক্ট লিস্টের মানুষজন দেখতে পেতেন। কিন্তু নতুন এই ফিচারের মাধ্যমে আপনার স্ট্যাটাস অন্যরাও তাদের নিজস্ব স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন। একইভাবে, আপনিও চাইলে অন্যের স্ট্যাটাস নিজের স্ট্যাটাস হিসেবে শেয়ার করতে পারবেন।
তবে এর জন্য একটি শর্ত রয়েছে। স্ট্যাটাস বা স্টোরি পোস্ট করার সময় ‘Allow Sharing’ অপশনটি অন রাখতে হবে। যদি সেটি বন্ধ রাখা হয়, তাহলে শেয়ার করার সুযোগ থাকবে না।
প্রাইভেসির বিষয়েও হোয়াটসঅ্যাপ রাখছে বাড়তি সতর্কতা। ফেসবুকে শেয়ারের সময় মূল পোস্টটি কার, তা দেখা যায়। কিন্তু হোয়াটসঅ্যাপে শেয়ার করা স্ট্যাটাসের ক্ষেত্রে মূল পোস্টকারীর নাম দেখা যাবে না। ফলে ব্যবহারকারীর গোপনীয়তা থাকবে সুরক্ষিত।
তবে যদি কোনো স্ট্যাটাসে কাউকে মেনশন করা হয়, তাহলে শুধু সেই মেনশন করা ব্যক্তিই সেই স্ট্যাটাস শেয়ার করতে পারবেন।
সব মিলিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নতুন এই ফিচার বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন দেখা যাক, ব্যবহারকারীরা কতটা পছন্দ করেন এই নতুন সুবিধা।
বাংলাধারা/এসআর