ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

অগ্নিদগ্ধদের চিকিৎসায় ঢাকায় আসছে ভারতীয় মেডিকেল টিম

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৪:৩৯ দুপুর  

ছবি: সংগৃহিত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সহায়তায় এগিয়ে এসেছে ভারত। অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিতে বাংলাদেশে পাঠানো হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক দল, নার্স ও অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম।

বুধবার (২৩ জুলাই) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছে, খুব শিগগিরই এই চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছাবে। তারা দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে তাদের ভারতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দেবেন।

হাইকমিশনের বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার দিন, ২১ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছিলেন। পাশাপাশি, আহতদের চিকিৎসা সহায়তায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্রুত যোগাযোগ করে অগ্নিদগ্ধদের চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে চায় ভারতীয় হাইকমিশন। তাদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে প্রথম দফায় চিকিৎসক দল পাঠানো হচ্ছে। আহতদের অবস্থার জটিলতা বিবেচনায় ভবিষ্যতে আরও চিকিৎসক বা বিশেষজ্ঞ দল পাঠানো হতে পারে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, তাতে কয়েকজন শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি গুরুতর দগ্ধ হন। দুর্ঘটনার ভয়াবহতা এবং চিকিৎসা চ্যালেঞ্জের গুরুত্ব বিবেচনায় এই আন্তর্জাতিক সহযোগিতা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ঘটনায় দেশের ভেতরে-বাইরে শোকের ছায়া নেমে আসে। ভারতের এই উদ্যোগ দুই দেশের মানবিক ও কূটনৈতিক সম্পর্কের এক ইতিবাচক উদাহরণ হয়ে উঠছে।

বাংলাধারা/এসআর