ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের এশিয়ান কাপের ড্র পট চূড়ান্ত ভাগ্য নির্ধারণ হবে ২৯ জুলাই

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০১:৫১ দুপুর  

ছবি: সংগৃহিত

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ২০২৫ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্ট শহরে বসবে ১২ দলের এই আসর। আগামী ২৯ জুলাই সিডনি হারবারে অনুষ্ঠিত হবে মূল পর্বের ড্র। এরইমধ্যে দলগুলোর র‌্যাংকিং ও বাছাইয়ের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে ড্রয়ের চারটি পট।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বুধবার ড্রয়ের জন্য চূড়ান্ত পট তালিকা প্রকাশ করেছে। প্রতি পটে রাখা হয়েছে তিনটি করে দল। র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশ রয়েছে চতুর্থ পটে। একই পটে রয়েছে ভারত ও ইরান। ফলে গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গে ভারত বা ইরানের খেলার সম্ভাবনা নেই।

প্রথম পটে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া (র‌্যাংকিং ১৫), জাপান (৭) ও উত্তর কোরিয়া (৯)। আয়োজক দেশ হওয়ায় অস্ট্রেলিয়া ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে খেলবে। দ্বিতীয় পটে রয়েছে চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১) ও ভিয়েতনাম (৩৭)। তৃতীয় পটে রয়েছে ফিলিপাইন (৪১), চাইনিজ তাইপে (৪২) ও উজবেকিস্তান (৫১)। চতুর্থ পটে রয়েছে বাংলাদেশ (১২৮), ইরান (৬৮) ও ভারত (৭০)।

ড্রয়ের মাধ্যমে প্রতি গ্রুপে চারটি দল থাকবে- একটি করে প্রতিটি পট থেকে। তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ সেরা দুটি তৃতীয় স্থানধারী দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের জন্য তৃতীয় পটের দলগুলোর বিপক্ষে ম্যাচটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালের আশা তৈরি হতে পারে। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ বাছাই পর্বে র‌্যাংকিংয়ে ৫৫তম অবস্থানে থাকা মিয়ানমারকে হারিয়ে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে।

তবে পট-১ ও পট-২-এর শীর্ষ দলগুলোর বিপক্ষে পয়েন্ট পাওয়া বাংলাদেশের জন্য বেশ কঠিন হবে। যদিও আগে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে দলের।

ড্রয়ে যদি বাংলাদেশের গ্রুপে পট-২ থেকে ভিয়েতনাম পড়ে, তাহলে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে বাংলাদেশ। কারণ ভিয়েতনামের র‌্যাংকিং (৩৭) চীন ও দক্ষিণ কোরিয়ার চেয়ে অনেকটাই পিছিয়ে।

নারী এশিয়ান কাপে বাংলাদেশ শুধু অংশ নিতে নয়, কিছু করে দেখাতে চায়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। কারণ কোয়ার্টার ফাইনালে ওঠার সঙ্গে জড়িয়ে রয়েছে ২০২৭ নারী বিশ্বকাপ ও অলিম্পিকের স্বপ্নও।

চারটি পটের তালিকা এভাবে চূড়ান্ত করা হয়েছে:

পট ১: অস্ট্রেলিয়া (১৫), জাপান (৭), উত্তর কোরিয়া (৯)
পট ২: চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১), ভিয়েতনাম (৩৭)
পট ৩: ফিলিপাইন (৪১), চাইনিজ তাইপে (৪২), উজবেকিস্তান (৫১)
পট ৪: ইরান (৬৮), ভারত (৭০), বাংলাদেশ (১২৮)

ড্রয়ের পর জানা যাবে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, আর কোন গ্রুপে পড়বে নবাগত এই দলটি। তবে যাদের হারিয়ে এখানে পৌঁছেছে, তাদের আত্মবিশ্বাসের ঘাটতি নেই। এখন শুধু সময়ের অপেক্ষা।

বাংলাধারা/এসআর