বৈরী আবহাওয়ায় বাংলাদেশ-ভুটান ম্যাচ স্থগিত, মাঠে জলজট
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৪:৫০ দুপুর

ছবি: সংগৃহিত
চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার খেলায় বিঘ্ন ঘটেছে। বৃষ্টির কারণে বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় দ্বিতীয়ার্ধের খেলা এখনো শুরু হতে পারেনি। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে খেলা অন্তত আধা ঘণ্টা দেরিতে শুরু হবে। রেফারি ও ম্যাচ কমিশনার আধা ঘণ্টা পর মাঠ পরিদর্শন করে খেলা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, খেলা দুই দফা আধা ঘণ্টা পর্যন্ত বিলম্বিত করা যেতে পারে। এরপরও যদি ম্যাচ আয়োজন করা সম্ভব না হয়, তাহলে টুর্নামেন্ট কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ টুর্নামেন্টের শুরু থেকেই বৃষ্টির কারণে খেলার অনুপযোগী অবস্থায় রয়েছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় এবং বৃষ্টির মৌসুম চলায় মাঠ প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে না, যার ফলে খেলোয়াড়দের কর্দমাক্ত মাঠেই খেলতে হচ্ছে।
বাংলাধারা/এসআর