ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বুলবুলকে সভাপতি করার বৈধতা চ্যালেঞ্জে ফারুকের রিট তালিকা থেকে বাদ

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জুন ০৩, ২০২৫, ০৬:৪৭ বিকাল  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২ জুন) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটকারি ফারুক আহমেদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান এবং আমিনুল ইসলামের পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার, সহকারী অ্যাটর্নি জেনারেল এরশাদ হোসেন রাশেদ ও রুহুল আমিন শিকদার।

এর আগে, গত রোববার (১ জুন) বিসিবি সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ।

গত বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকে বসেন ফারুক আহমেদ। ওই বৈঠকে তাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হলেও তিনি রাজি হননি। এরপর বিসিবির ৮ পরিচালক এনএসসিকে চিঠি দিয়ে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানান। চিঠির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে এনএসসি তার পরিচালক পদ বাতিল করে।

পরদিন শুক্রবার বিকেলে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে এনএসসি পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। পরে সন্ধ্যায় পরিচালকদের বৈঠকে তাকে বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

গত বছরের আগস্টে এনএসসি থেকে পরিচালক হিসেবে মনোনীত হন ফারুক আহমেদ ও নাজমূল আবেদীন। পরে পরিচালকদের সমর্থনে ফারুক বিসিবির সভাপতির দায়িত্ব পান। তবে সময়ের ব্যবধানে পরিচালকদের ভেতর মতবিরোধ তৈরি হয়, যার পরিণতিতে তাকে সরিয়ে নতুন সভাপতি নিয়োগের পথ তৈরি হয়।

নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগামী অক্টোবর পর্যন্ত বিসিবির দায়িত্ব পালন করবেন।


বাংলাধারা/এসআর